কবিতা - Study

Study

Header ADS

কবিতা

 



রং নাই তামাশাও শেষ

বাকি শুধু বার্ধক্য এখন,

বাইস্কোপের শেষ দৃশ্যে আছি

যেনো দুয়ারে দাড়ায়ে মরন।


নিঃশ্বাসটুকুই সম্বল এখন

কল কব্জাতে পচন ধরেছে,

মনের জোড়ে বেঁচে আছি 

জৌলুশখানি হারিয়ে গেছে।


পাখি আছে ফুলও ফুটছে

দেহটা বড্ড অসার এখন,

সুবাস নিতে জাগেনা শখ

শরীর জুড়ে বাড়ছে কাঁপন।


ইচ্ছেরা সব ছুটিতে গেছে

স্বর্গ মত্ত ভাসছে চোখে,

ভালবাসার হৃদয় যে এখন

চিৎকার করে মৃত্যু দেখে।


জীবন পাতার পৃষ্টা আমার

শুণ্য হয়েই রইলো পড়ে,

ছুটছে জীবন ব্যাস্ত শহরে

স্বপ্নগুলো সব যাচ্ছে উড়ে।


মনের খোয়াব পুষছি মনেই

যন্ত্রণার ভাগ নিলোনা কেহ,

স্বপ্ন পূরনেই গেল যৌবন

নড়তে চায়না অসার দেহ।


নিজেই নিজের ভরসা আজ

নিজের শনেই কাটুক সময়,

লড়াই হচ্ছে দমের সাথে

একটু একটু বাড়ছে ভয়।


লেখক লাবন্য 

Theme images by epicurean. Powered by Blogger.