কবিতা - Study

Study

Header ADS

কবিতা

 


নিভু নিভু আঁধারে 

মসজিদের ঐ মিনারে

গগন কালো আকাশে

কি যে এক করুন সুর বাতাসে,

মন মাতানো সুরের মায়ায়

থাকতে পারিনা বিছানায়

দু চোখ ভরে আসে পানি

যখন শুনি আযানের ঐ ধ্বনি । 


মোয়াজ্জিন এর  মধুর সুরে

ডাকছে মোরে আস ফিরে

তন্দ্রা আঁখি খুলে 

থাকিয় না তাকে ভুলে, 

পশুপাখি বনের লতা

যেই নামেতে সেজদায় রাখে মাথা

মানুষ হইয়া যথায় তথায়

সময় গেল তোর বৃথায় । 


নিভু নিভু আঁধারে

মসজিদের ঐ মিনারে

গগন কালো আকাশে

কি যে এক করুন সুর বাতাসে, 

প্রতি প্রহর বারে বারে

প্রভুর নামে ডাকছে তোরে

পাপের বুঝা মাথায় নিয়ে

থাকবি আর কতদূরে

জেনে শুনে হইয়া কানা

মানুষ  হয়ে তাকে চিনলিনা । 


সকাল গিয়া বিকাল হল

রঙে রসে বেলা গেল

বেহোশ হইয়া ভবের পাড়ে

ফিরলি  না তুই পিছন ফিরে, 

প্রভুর নামের মুক্তির বানী

শুনলি না তুই একটু খানি

ভেবে ভাবুক ইব্রাহিমে

রাত কাটে না ঘুমিয়ে

কি হবে শেষের ক্ষণ

চির নিদ্রায় ঘুমাবি যখন ।


লেখক লাবন্য 

Theme images by epicurean. Powered by Blogger.