"প্রেমিক" হতে পারে ভালোবাসার শুরু বা প্রথম, কিন্তু "স্বামী" হল সেই সম্পর্কের পরিণতি, যেখানে প্রেমের সাথে দায়িত্ব, সুরক্ষা ও স্থায়িত্ব জড়িত।
প্রেমিক শুধু আপনার দায়িত্ব পালন করে কিন্তু স্বামী পরিবারের সাথে সামাজিক দায়িত্ব পালন করে। স্বামী চাইলে অনেক কিছু করতে পারে না করন ফ্যামিলি, সন্তান, সামাজিক অনুষ্ঠান ইত্যাদি।
প্রেমিকের মাঝে যদি স্বামীর ছায়া খুজা হয়, তাহলে ভুল করছেন
প্রথম জীবনে প্রেমিক অনেক উপহার ও আনন্দ দিতে পারে কিন্তু স্বামী এগুলো নাও দিতে পারে। এই নয় যে স্বামী খারাপ, প্রেমিক ভালো।
স্বামীর সাথে সুসম্পর্ক রাখেন দিন শেষে আপনার চেয়ে বড় সুখী কেউ হবে না। স্বামী সাথে বেশি বেশি কথা বলার চেষ্টা করেন, একে অন্যকে বুঝার চেষ্টা করেন, স্বামী কী করে, কখন বাড়ি ফিড়বে, কি খেতে পছন্দ করে জানার চেষ্টা করেন এবং নিজেকে পরিপাটি রাখেন।৷
স্বামী হিসাবাও বাসায় ফিড়ার সময় ফ্যামিলি জন্য কিছু না কিছু নিয়ে আসেন। বেশি সমস্যা হলে স্বামী- স্ত্রী মাঝে কথা বলে ঠিক করে নিয়ে পারেন।
পরিশেষে ভুল হবে, এর সমধান হবে। তবে আপনার আমার ভুলের জন্য হেরে যাবে ভবিষ্যৎ জাতী।